বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সংস্কৃতিজন অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে গণমাধ্যমকে বলেন, বদিউর রহমান বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বদিউর রহমানের লাম কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অমিত রঞ্জন দে। সেখানে বেলা সাড়ে ১১টায় তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ।
অমিত রঞ্জন দে জানান, বদিউর রহমানের লাশ বরিশালে তার জন্মস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন সম্পন্ন হবে।
অধ্যাপক বদিউর রহমান ১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে সেই বছরই শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০০৪ সালে সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। সাহিত্যতত্ত্ব নিয়ে তার বিস্তর কাজ রয়েছে। গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় তার অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘সাহিত্য স্বরূপ’, ‘সাহিত্য সংজ্ঞা অভিধান’, ‘ধ্রুপদী সাহিত্যতত্ত্ব’, ‘বাংলার চারণ মুকুন্দদাস’, ‘সত্যেন সমীক্ষণ’, ‘দ্য প্রিন্স’, ‘গণনাট্য’, ‘উপন্যাস ও জনগণ’, ‘সত্যেন সেন রচনাবলি’ (৯ খণ্ড, বাংলা একাডেমি, ঢাকা), ‘রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা’ এবং ‘নজরুল অভিভাষণ ও পত্রাবলি’।
বদিউর রহমান আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহ-সভাপতির দায়িত্বে আসেন। ২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন।
বদিউর রহমানের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।