রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:২২ পিএম

ছয় ঘাটতি রেখে এনসিপির নিবন্ধনের আবেদন: ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:২২ পিএম

ছয় ঘাটতি রেখে এনসিপির নিবন্ধনের আবেদন। ছবি- সংগৃহীত

ছয় ঘাটতি রেখে এনসিপির নিবন্ধনের আবেদন। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ ঘাটতি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘাটতি নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করে জমা দিতে দলটিকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ আগস্টের মধ্যে সংশোধিত ও উপযুক্ত দলিলাদিসহ সব তথ্য জমা দিতে হবে এনসিপিকে।

নিবন্ধনের জন্য এনসিপিসহ ১৪৪টি দল নির্বাচন কমিশনে আবেদন করে। আইন ও বিধিমালায় নির্ধারিত বিভিন্ন শর্ত পূরণ করেই নিবন্ধন পেতে হয়। এসব শর্ত প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেন ইসির কর্মকর্তারা।

চিঠিতে বলা হয়েছে, এনসিপির আবেদনপত্রে দেখা গেছে, দলের সব কার্যকর জেলা দপ্তরের ঠিকানাসহ তালিকা জমা দেওয়া হয়নি। ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম নেই। উপজেলা ও থানাভিত্তিক দপ্তরের তালিকাও অসম্পূর্ণ। ২৫টি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য (প্রতিটি স্থানে অন্তত ২০০ ভোটার) নেই। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম বা সুনির্দিষ্ট ঠিকানা নেই।

ইসির চিঠিতে আরও বলা হয়, দলের তহবিলের পরিমাণ এবং উৎস সংক্রান্ত তথ্য অনুপস্থিত। নিবন্ধন সংক্রান্ত দলীয় সিদ্ধান্তের নথিতে স্বাক্ষরের ঘাটতি রয়েছ। দলীয় গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক মনোনয়ন সংক্রান্ত প্রয়োজনীয় বিধান নেই। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়নি এমন প্রত্যয়নপত্র, যেখানে বলা থাকবে যে, দলে সংবিধানবিরোধী কার্যক্রমে জড়িত বা ১৯৭২ সালের আন্তর্জাতিক অপরাধ আইনে দণ্ডিত কেউ নেই।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন এবং চাহিদা অনুযায়ী সংশোধিত সব তথ্য নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেবেন।

নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপে ইসি সংশোধিত দলিলাদির যাচাই শেষে মাঠপর্যায়ে তথ্য খতিয়ে দেখবে বলেও জানা গেছে।
 

Shera Lather
Link copied!