বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে বসে থেকেই তিনি বক্তব্য শেষ করেন।
বর্তমানে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাংবাদিকদের জানান, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিছুটা বিশ্রাম নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন