রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় শোক জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে।
সোমবার নিহতদের প্রতি শোক জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে এ ঘোষণা দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, ‘রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় আমরা আজকের বৈঠক মুলতবি ঘোষণা করছি। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখ্য সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
আপনার মতামত লিখুন :