ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০২:৪৭ পিএম
ছবি- সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুলাই) দুপুর ২টার পর তারা অবস্থান নিলে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নাম্বার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে সচিবালয়ের গেটের সামনে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 

গেটগুলো বন্ধ থাকায় এখন সচিবালয়ে কেউ প্রবেশ বা বের হতে পারছেন না।

অন্যদিকে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। 

এ ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী জমায়েত হন। সেখানে মিছিল আর প্রতিবাদে চারপাশ মুখর হয়ে ওঠে।