মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।
মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জুলাই গণঅভুত্থ্যানের জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলন উপদেষ্টা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এরই মধ্যে জুলাইয়ের ৮৪৪ জন জুলাই শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সব শহীদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে অনুদান পাবে।
এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে উত্তরাধীকার আইন অনুসারে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রতি শহীদ পরিবারের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হচ্ছে। অবশিষ্ট ৭২ শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান।
উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ৭৫ জন জুলাইযোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাইযোদ্ধা উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমাণ। জুলাইযোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা ব্যয় করেছে।
উপদেষ্টা আরও বলেন, বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান।
জুলাইযোদ্ধারা ক্যাটাগরি ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুযায়ী সুবিধা পাবেন। ক্যাটাগরি ‘এ’ জুলাই যোদ্ধারা এককালীন নগদ ৫ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ ২ লাখ টাকা করে ৪৯৩ জন জুলাইযোদ্ধাকে মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ এক লাখ টাকা করে ৯০৮ জনকে মোট ৯ কোটি ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এছাড়া ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এক লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ টাকা করে ১০ হাজার ৬৪২ জনকে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা এরই মধ্যে দেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ ২৫৯ কোটি ৬৮ লাখ ৪ হাজার ২১২ টাকা ব্যয় করা হয়েছে।