বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার মধ্যরাত কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্টসংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবন এলাকায় অভিযান চালায়। এ সময় প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। কারবারিরা অভিযানের খবর পেয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। জব্দকৃত বিয়ারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।