ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

জাতিসংঘের পারমাণবিক প্যানেলে প্রথম বাংলাদেশি অধ্যাপক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:৫৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব । ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার ওয়ার (ISPEsNW)-এ বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।

বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ ও দুর্ঘটনার পরিবেশগত প্রভাব বিশ্লেষণ এবং তা মোকাবিলায় গঠিত জাতিসংঘের ২১ সদস্যবিশিষ্ট এই বৈজ্ঞানিক প্যানেল নিউইয়র্ক থেকে কাজ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক হাবীব এই প্যানেলের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যে পারমাণবিক বিপর্যয়ের প্রভাব নিরূপণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রতিকারমূলক পদক্ষেপ প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি এর আগেও ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তি বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. আহসান হাবীব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়, ইয়কোহামা বিশ্ববিদ্যালয়, এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেস-সহ আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রতিষ্ঠানে গবেষণা ও অধ্যাপনায় যুক্ত ছিলেন।

মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, ভারী ধাতুর প্রভাব ও ধূলিকণা বিষয়ে তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক হাবীবের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছে। এটি বৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেও মনে করা হচ্ছে।