ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পানিতে নেমে লাইভ করার সময় ঘটল চাঞ্চল্যকর ঘটনা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:০৩ পিএম
নদীতে স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় লাইভ করতে নামেন সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও। ছবি- সংগৃহীত

বন্ধুদের সঙ্গে নদীতে খেলতে নেমে নিখোঁজ হন স্কুলছাত্রী। ঘটনার পরদিন লাইভ সম্প্রচারে নামেন এক সাংবাদিক। তারপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। 

আতঙ্কিত হয়ে সাংবাদিক চিৎকার করেন। তিনি বলে ওঠেন, ‘কিছু একটা আমার পায়ে লাগল। মনে হচ্ছে কোনো হাত... হতে পারে মেয়েটার... বা হয়তো মাছ!’

এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাকাবাল শহরে।

ময়নাতদন্তে জানা যায়, রাইসার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও জানান, তিনি নদীর গভীরতা ও দুর্ঘটনাস্থল সরেজমিনে দেখাতে পানিতে নামেন। যখন বুকসমান পানিতে পৌঁছান, হঠাৎ কিছু একটা তার পায়ে লাগে। 

লাইভ সম্প্রচারে ফ্রাজাও স্থানীয়দের সতর্ক করে বলেন, ‘নদীতে প্রবল স্রোত রয়েছে এবং নিচে রয়েছে গভীর গর্ত। এটি অপ্রস্তুত সাঁতারুদের জন্য প্রাণঘাতী হতে পারে।’

জানা যায়, ঘটনার দিন বন্ধুদের সঙ্গে নদীতে খেলতে নেমে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রাইসা। তার মৃত্যুর খবরে গভীর শোক নেমে আসে স্থানীয়দের মাঝে। 

স্কুল কর্তৃপক্ষ তিন দিনের শোক পালনের ঘোষণা করেছে। একইসঙ্গে এলাকাবাসী আলোক প্রজ্বলন ও প্রার্থনার মাধ্যমে এক শোকানুষ্ঠানের আয়োজন করেছে রাইসার স্মরণে।