উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজের বেশ কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক’ দৈনিক রূপালী বাংলাদেশ-এর এমন শিরোনামের সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে। অনেকেই এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুক পোস্টে।
‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে’- উল্লেখ করে ফারুকীর উদ্দেশে ছোট পর্দার অভিনেতা আরশ খান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন, উনারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না, তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।
আরশ যোগ করে লিখেছেন, ‘ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না- এসব তদন্ত পরে করে দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’
প্রশ্ন রেখে অভিনেত্রী রোকেয়া প্রাচী লিখেছেন, শিল্পীদের দায়িত্বশীলতা শেখানোর সে কে? শিল্পীরা শিশুদের নিয়ে সত্য, ন্যায়ের পক্ষে কথা বলেছে- তাই তাদের ধমক দেওয়া! শিশুদের মৃত্যু নিয়ে রাজনীতি করার বিচার এই দেশেই হবে।