ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মাইলস্টোনে নিহতদের সিরিজ উৎসর্গ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:২০ পিএম
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় মাইলস্টোনের নিহতদের উৎসর্গ করেছেন লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

লো-স্কোরিং থ্রিলারে ১৩৩ রানের পুঁজি নিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। তবে মিডল অর্ডারে কিছু ফিল্ডিং ভুলের কারণে ম্যাচটি কিছুটা কঠিন হয়ে পড়েছিল।

সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এই জয় সম্প্রতি উত্তরার মাইলস্টোনে যুদ্ধপ্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন।

ম্যাচ শেষে তিনি বলেন, সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, এই সিরিজ জয় তাদের উৎসর্গ করতে চাই।

পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে সম্প্রচার মাধ্যমে লিটন দাস দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, দল হিসেবে আমরা ভালো খেলেছি। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা উচিত ছিল, কিন্তু আমরা তা পারিনি।

শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য ছিল। উইকেট সম্পর্কে লিটন জানান, এটা ১৩০-১৪০ রানের উইকেটই মনে হচ্ছিল।

বিশ্বাস ছিল, আমরা এই রান আটকাতে পারব।

ম্যাচ কঠিন হয়ে যাওয়া প্রসঙ্গে লিটন নিজেদের কিছু ভুলের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা শুরুতে দারুণ বোলিং করেছি। ১২-১৫ ওভার পর্যন্ত বোলিং ভালো হয়েছে।

এরপর কিছু ভুল করেছি। ক্যাচ ফেলেছি, রান দিয়েছি। ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, “নতুন বলে ব্যাটিং করা এখানে কঠিন, বল পুরোনো হলে কিছুটা সহজ।

উল্লেখ্য, উত্তরার এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।