ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

জুলাইয়ে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৫২ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। তবে এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, বেসরকারি ও বিদেশি মোট ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে যেসব ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি, সেগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক পিএলসিতেও কোনো রেমিট্যান্স আসেনি।

এ ছাড়া বিদেশি খাতের চারটি ব্যাংকও রেমিট্যান্স শূন্য অবস্থায় রয়েছে। এসব ব্যাংক হলো— হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, উরি ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই মাসে বৈধ চ্যানেলে ৩৩০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। 

এরপর এপ্রিল মাসে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার এবং মে মাসে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রেমিট্যান্স প্রবাহের এ চিত্রে বোঝা যাচ্ছে, কিছু ব্যাংক কার্যকরভাবে প্রবাসী আয় সংগ্রহে সক্ষম হলেও একাধিক ব্যাংকের পারফরম্যান্স উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।