বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শেরপুর থানার এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম লিটন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থানা পুলিশের একটি দল শেরুয়া দহপাড়ায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। সিরাজুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
গ্রেপ্তারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে নিয়ে থানায় ফেরার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।