ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: বাঁচানো গেল না মাকিনকেও

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:৪৭ পিএম
আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। ছবি- সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিন (১৩) মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাকিন রাজধানীর মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যু নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রিটিকাল অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ডা. শাওন আরও জানান, একই দিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও এক দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারও শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছিল। দুজনেই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মৃত মাকিনের বাবা মো. মহসিন জানান, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমরা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায় থাকি। সেখান থেকে প্রতিদিন দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে মাকিনই ছোট।’

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুল প্রাঙ্গণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনার পর থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।