চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৬ হাজারের বেশি কনটেইনার নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। এতে বন্দরের কনটেইনার জট কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, এনবিআরের সদস্যবৃন্দ, কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ৬,০৬৯টি কনটেইনারের মধ্যে ইতোমধ্যে ৫,১৪৩টি কনটেইনারের ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি ৯২৬টি কনটেইনারের ইনভেন্টরি আগামী অক্টোবর ২০২৫ সালের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
এনবিআর চেয়ারম্যান জানান, দ্রুত নিলাম কার্যক্রম সম্পন্ন করতে এরই মধ্যে একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতার কাছেই পণ্য হস্তান্তর করা যাবে। ফলে বারবার নিলামের প্রয়োজন হবে না এবং দ্রুত সময়ের মধ্যেই পণ্য অপসারণ সম্ভব হবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের জুনের মধ্যে ৫,২৫০টি কনটেইনার নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জাতীয় দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তা প্রচারও করা হয়েছে।
সভায় জানানো হয়, নিলাম কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউস কনটেইনার জট নিরসনে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় জট সৃষ্টির আশঙ্কাও কমে আসবে।
নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর কনটেইনার জটমুক্ত থাকলে বন্দরের সক্ষমতা বাড়বে, জাহাজের অপেক্ষাকাল কমবে, আমদানি-রপ্তানির খরচ হ্রাস পাবে এবং এর ইতিবাচক প্রভাব দেশের সাধারণ মানুষের ওপর পড়বে।
তিনি চট্টগ্রাম কাস্টমস হাউস ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সংকট নিরসনে যেভাবে দ্রুত গতিতে কাজ চলছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
আপনার মতামত লিখুন :