বিদ্যুৎ খাতে তীব্র সংকটের সময়ে ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের সরকারি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে সংস্থাটি সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শও দিয়েছে।
সোমবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক আলোচনায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি পূরণে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করা জরুরি হলেও সাম্প্রতিক সিদ্ধান্ত তার বিপরীত ইঙ্গিত দিচ্ছে।
সিপিডি জানায়, রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া প্রায় ৩,২৮৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
এসব প্রকল্পে অন্তত ১৪টি দেশের বিনিয়োগ জড়িত ছিল। এর মধ্যে চীনের ৪টি, সিঙ্গাপুরের ৭টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রের ১টি করে প্রকল্প রয়েছে।
সিপিডি জানায়, এসব প্রকল্পে ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও ইতোমধ্যে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হয়ে গেছে।
ফলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা সরকারের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যে ১৫টি কোম্পানি ইতোমধ্যেই সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন করেছে।
সিপিডির বিশ্লেষণে বলা হয়, এমন সময় যখন দেশে বিদ্যুৎ ঘাটতি চলছে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা বাড়ছে তখন এই প্রকল্প বাতিল বিনিয়োগ ও উন্নয়ন সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ ধরে রাখতে হলে সরকারকে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা উচিত।
এদিকে, সরকারি ভবনগুলোর ছাদে সৌরশক্তি স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সরকারের উদ্যোগের প্রশংসা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য যথাযথ পূর্ব পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন নির্দেশিকাগুলোর ওপর আলোকপাত করে সিপিডি বলেছে যে, এটি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।