ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৮:১০ পিএম
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের লোগো। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা পরবর্তী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. সামিউল করিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। 

তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিমান বাহিনীর থেকে উভয়ের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে। একইসঙ্গে, পরিবারদ্বয়কে সব ধরনের সহায়তা প্রদানে বিমানবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয়।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। 

এতে বলা হয়, এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ ২১ জুলাই দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়া, নুসরাত জাহান আনিকা, ওয়াকিয়া ফেরদৌস নিধি, সারিয়া আক্তার, জুনায়েত হাসান এবং সাদ সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে। 

এসময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংহতি ও সহানুভূতির এক আন্তরিক নিদর্শন হিসেবে বিএএফ শাহীন কলেজ, ঢাকা ও বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর সমন্বয়ে গঠিত দুটি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে এবং সাম্প্রতিক দুর্ঘটনার জন্য তাদের প্রতি গভীর সমবেদনা জানায়।

প্রতিনিধি দলটি দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করে। 

এসময় শাহীন কলেজ দু’টির পক্ষ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক সমবেদনাপত্র হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী সব সময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।