জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (২৮ জুলাই) এ খসড়া দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, খসড়াটি প্রস্তুত করা হয়েছে। আজকের মধ্যেই সব রাজনৈতিক দলের কাছে এটি পাঠানো হবে। দলগুলোর কাছ থেকে দ্রুত মতামত পাওয়া গেলে তা চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হবে।
তবে এই খসড়া নিয়ে কোনো সংলাপ আয়োজন করা হচ্ছে না জানিয়ে আলী রীয়াজ বলেন, যদি মৌলিক আপত্তি উঠে, তবে তা আলোচনাসাপেক্ষে বিবেচনা করা হবে। দলগুলো মতামত দিলে তা খসড়ায় যুক্ত করে মূল সনদে একটি ভূমিকা ও প্রতিশ্রুতির কাঠামো তৈরি করা হবে।
এদিকে, আজ আবারও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে কমিশন। বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হবে, যা ‘জাতীয় ঐকমত্য আলোচনা’র ২০তম দিন।
কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানো গেছে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক বিভাজন, প্রশাসনিক দুর্বলতা এবং গণতন্ত্রচর্চায় স্বচ্ছতা আনতে ‘জুলাই সনদ’ নামে একটি ঐকমত্যভিত্তিক প্রস্তাবনা প্রণয়নের উদ্যোগ নেয়। এতে প্রশাসন, নির্বাচন, দুর্নীতি দমন, সংসদীয় সংস্কৃতি ও মানবাধিকার রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন