ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

১ আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১২:৫২ পিএম
ছবি- সংগৃহীত

দেশজুড়ে নির্ধারিত প্রকল্প কাজের অংশ হিসেবে আগামী ১ আগস্ট বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ওইদিন পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সম্পূর্ণ শাটডাউন দেওয়া হবে।

এ কারণে দিনাজপুর জেলার নেসকো বিতরণ ১ ও ২ এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত অঞ্চল, ঠাকুরগাঁও জেলা এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

বার্তায় বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে নিয়মিত আপডেট ও সম্ভাব্য সময় পরিবর্তনের তথ্য পাওয়ার জন্য গ্রাহকদের স্থানীয় অফিস অথবা পিজিসিবির ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।