আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজনে রদবদলের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান উপ-প্রেসসচিব।
এর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে উপ-প্রেসসচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে।
কোন প্রক্রিয়ায় রদবদলগুলো হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন হবে শুধু সেখানেই রদবদলের সিদ্ধান্ত হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন