দ্বিতীয় পর্বে গতকাল পর্যন্ত ২০ দিন দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। এর মধ্যে ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐকমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
দ্বিতীয় পর্বে যেসব ঐকমত্য হয়েছে:
১. এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন বিধান সংবিধানে যুক্ত করা হবে।
২. সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন। এতে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে। তারা অর্থবিল ও আস্থা ভোটের সঙ্গে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত বিষয় যুক্ত করার কথা বলেছে।
৩. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব। এতে সরকারি হিসাব, অনুমিত হিসাব, সরকারি প্রতিষ্ঠান ও বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটি—এই চারটিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে দেওয়া হবে। অর্থাৎ বিরোধী দলগুলো সংসদে যে কটি আসন পাবে, তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে। ৪. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। এ বিষয়ে আশু এবং দীর্ঘ মেয়াদে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে।
৫. রাষ্ট্রপতির ক্ষমা-সম্পর্কিত বিধান। ৬. হাইকোর্টের বিকেন্দ্রীকরণ ও পর্যায়ক্রমে উপজেলায় পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তর। ৭. সংবিধান সংশোধন পদ্ধতি। ৮. জরুরি অবস্থা জারি। ৯. প্রধান বিচারপতি নিয়োগ।
১০. ইসি গঠনপদ্ধতি সংবিধানে যুক্ত করা হবে। সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের সমন্বয়ে একটি কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বাছাই করবে।
১১. পুলিশ বাহিনীর পেশাদারত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠন করা হবে।
১২. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। এ ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে, একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না, এ প্রস্তাবে তিন-চতুর্থাংশ দল একমত। বিএনপিসহ যারা একমত হয়নি, তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।
এর আগে প্রথম পর্বের আলোচনায়ও বেশ কিছু সুপারিশের বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে প্রথম পর্বে কতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জুলাই সনদে এ বিষয়গুলো যুক্ত করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন