জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার তালিকা আগামীকাল বুধবার (৩০ জুলাই) দলগুলোর কাছে পাঠানো হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ২১তম দিনের আলোচনায় এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘মার্চ থেকে মে মাস পর্যন্ত সংলাপে অর্জিত এই সম্মতিগুলোকে ভিত্তি করে দ্বিতীয় ধাপের আলোচনা এগোচ্ছে।’
নারী প্রতিনিধিত্ব বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রায় সব দলই সংসদে নারীদের জন্য আসনসংখ্যা ১০০-এ উন্নীত করতে সম্মত হয়েছে। যদিও নির্বাচন পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে, বর্তমান সংরক্ষিত ৫০টি আসন বহাল থাকবে এতে কারও দ্বিমত নেই।’
অধ্যাপক রীয়াজ জানান, ‘আগামীকাল কমিশন নারী আসন বৃদ্ধি এবং নির্বাচন পদ্ধতি নিয়ে একটি লিখিত প্রস্তাব দেবে, যা গ্রহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।’
এ দিনের আলোচনায় আরও উঠে এসেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের মতো বিষয়। কমিশনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি বাছাই কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে আপত্তি নেই কোনো দলের। তবে ‘র্যাংক চয়েস’ পদ্ধতি নিয়ে বিএনপিসহ কয়েকটি দল মতানৈক্যে রয়েছে।
সভার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।
 

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন