রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা এখনও সংকটাপন্ন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ওই দুইজন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত।
চিকিৎসকরা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন ভর্তি আছেন। এর মধ্যে মঙ্গলবার তিনজন ছিলেন আইসিইউতে। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এক শিশুকে বুধবার ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নিয়ে চীনের এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের সামরিক ইতিহাসে অন্যতম এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি এবং ১৬৫ জন আহত হয়।
আপনার মতামত লিখুন :