ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:১৮ এএম
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। ছবি- সংগৃহীত

জুলাই সনদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা, যাদের পরিচয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হয়ে প্রতীকী অবরোধ শুরু করলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তাদের পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছে বিজিবিও।

আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ এখনো বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহিদ পরিবারগুলো অবহেলিত রয়ে গেছে। বহুবার এই দাবি জানানো হলেও সরকার এখনো তা মেনে নেয়নি।

তাদের ভাষায়, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এটি বাস্তবায়ন না হলে শাহবাগেই অস্থায়ী মঞ্চ গড়ে অবস্থান করব।

অবরোধের ফলে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।