ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে ডকুমেন্টারি: প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৭:০০ পিএম
৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন ডকুমেন্টারি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগ নিয়ে আন্দোলনের স্মৃতি রক্ষার্থে এই ডকুমেন্টারিগুলো নির্মাণ করছেন।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্টে এ কথা বলেন শফিকুল আলম। 

অনুষ্ঠানে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর ও তথ্যবহুল ডকুমেন্টারি তৈরি করেছি। পুরো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে দু-একটি ডকুমেন্টারি ছিল, যেমন স্টপ জেনোসাইড। কিন্তু জুলাই আন্দোলন নিয়ে এখন প্রতিদিনই নতুন কিছু তৈরি হচ্ছে।’

তিনি আরও জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে গণঅভ্যুত্থান ছড়িয়ে পড়েছিল, ছাত্রছাত্রীরা কীভাবে ছাত্রলীগ ও ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করেছিল এই বিষয়গুলো তুলে ধরেই শিক্ষার্থীরা নিজেরা ডকুমেন্টারি তৈরি করছে। এটি একটি ঐতিহাসিক চেতনার ধারাবাহিক রূপায়ণ।

বক্তৃতায় প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, ‘আওয়ামী লীগের কালচারাল হেজিমোনিকে কীভাবে চিরতরে চেকমেট করা যায় সেটাও আমাদের ভাবতে হবে। একটি গণতান্ত্রিক ও বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠার জন্য বিকল্প ধারার এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি মনে করেন, এই তরুণ নির্মাতারা শুধুমাত্র আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করছেন না, বরং একটি নতুন সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাচ্ছেন। এই চেতনা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবে গণতন্ত্র, অধিকার ও প্রতিরোধের পক্ষে।