সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০২:৪৩ পিএম

রায়েরবাজার গণকবরে জুলাইয়ে নিহত অজ্ঞাত মরদেহ উত্তোলন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০২:৪৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ বিকেল ৩টায়।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাত লাশ রায়েরবাজার গণকবরে দাফন করা হয়েছিল, সেগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থাও থাকবে।

তিনি জানান, আজকের লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনা করবে সিআইডির ফরেনসিক ইউনিট, সোহরাওয়ার্দী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন দল।

এর আগে গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থান পরিদর্শন শেষে জানান, এখানে প্রায় ১১৪টি কবর রয়েছে। তিনি বলেন, অনেক মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আগে স্বজনরা লাশ উত্তোলনে অনিচ্ছুক থাকলেও এখন বেশির ভাগই সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। কেউ চাইলে মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়ার সুযোগও থাকবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিচার ও ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ।

Shera Lather
Link copied!