আগামী সেপ্টেম্বরে নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ।
সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
সচিব জানান, প্রতিনিধি দলটি ‘প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট’ অর্থাৎ নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশে আসবে। প্রতিনিধি দলে থাকবেন তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক।
আখতার হামিদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন মিড-সেপ্টেম্বরে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এটি আজই আমাদের নিশ্চিত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি, পরিবেশ ও নিরপেক্ষতার বিষয়ে প্রাথমিক মূল্যায়ন করবেন।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন সচিব।
এ সময় তিনি জানান, ভোটের সম্ভাব্য সময় ও রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা খুব শিগগিরই আসতে পারে। নির্বাচনকে সামনে রেখে কমিশন প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচন সংস্কারসহ সব প্রস্তুতি শেষে ২০২৬ সালের রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিল চেয়ে দ্রুত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে আসছে।

 
                             
                                    -20250804165833.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন