দীর্ঘ ১০ বছর পর বাড়ানো হলো পুলিশের ঝুঁকিভাতা। কনস্টেবল থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, টিএসআই পর্যন্ত পদভেদে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এই ভাতা।
সোমবার (৪ আগস্ট) এই গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার এ গেজেটে সই করেন। এতে বলা হয়েছে, নতুন এই ভাতা অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে বৈরী পরিস্থিতিতে কাজ করে চলেছেন। কখনও রাজনৈতিক অস্থিরতা, কখনও সন্ত্রাসবিরোধী অভিযান, আবার কখনও দুর্যোগকালীন পরিস্থিতিতে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করতে হয় তাদের।
অথচ সেই তুলনায় ঝুঁকিভাতা ছিল অত্যন্ত সীমিত, যা ২০১৫ সালের নিয়মে এখনও কার্যকর ছিল। সেই সীমাবদ্ধতা কাটিয়ে এবার বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাতা বাড়ানো হয়েছে।
পদভেদে নতুন ঝুঁকিভাতার হার
নতুন গেজেট অনুযায়ী, চাকরির মেয়াদ ও পদ অনুসারে ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে।
কনস্টেবলদের ক্ষেত্রে
- চাকরির বয়স ৫ বছর পর্যন্ত: ভাতা বেড়ে হয়েছে ১,৮০০ টাকা
- ৫-১০ বছর: ২,১৬০ টাকা
- ১০-১৫ বছর: ২,৬৪০ টাকা
- ১৫-২০ বছর: ৩,০০০ টাকা
- ২০ বছরের বেশি: ৩,৬০০ টাকা
নায়েকদের ক্ষেত্রে
- ভাতা ৩৪০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বেড়েছে
- চাকরির বয়স ২০ বছরের বেশি হলে ভাতা দাঁড়াবে ৪,০৮০ টাকা
এএসআইদের ক্ষেত্রে
- ঝুঁকিভাতা বেড়েছে ৩৬০ থেকে ৭৬০ টাকা
- ২০ বছরের বেশি চাকরির মেয়াদে: ভাতা হবে ৪,৫৬০ টাকা
এসআই, সার্জেন্ট ও টিএসআইদের ক্ষেত্রে
- সর্বোচ্চ বাড়তি ঝুঁকিভাতা ১,০৮০ টাকা
- চাকরির বয়স ২০ বছরের বেশি হলে ভাতা হবে ৬,৪৮০ টাকা
এ বিষয়ে গেজেটে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত পুলিশের সংশ্লিষ্ট পদে কর্মরতরা যে ঝুঁকিভাতা পেতেন তা ভিত্তি ধরে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সালের ১ জুলাই বা পরবর্তী সময়ে নতুন বেতন কাঠামোর সঙ্গে এই হারের সামঞ্জস্য থাকবে।
সরকারি ঘোষণার মাধ্যমে প্রায় এক দশক পর পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো হলো। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।