নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অংক না পারায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়েছে, মুনতাহা আকতার মীম (১৩) ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার গণিত ক্লাসে অংক না পারায় শিক্ষক রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত করেন। এতে সে ক্লাসেই অচেতন হয়ে পড়ে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছাত্রীর মা বলেন, আমার মেয়ের পিঠে আঘাত করায় মেরুদণ্ডে সমস্যা হয়েছে। সে এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমান চন্দ্র আশ্চর্য বলেন, শরীরের কোনো স্থানে আঘাতজনিত কারণে ছাত্রীটি হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম বলেন, আমি শুধু একটি থাপ্পড় দিয়েছিলাম। তাতে এমন কিছু হওয়ার কথা না। এরপরও সে অসুস্থ হওয়ায় আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি। ঘটনার জন্য আমি দুঃখিত।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

