ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

লেপ-কম্বল রেডি রাখুন, চলতি সপ্তাহেই নামছে শীত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:৪৫ এএম

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলতি সপ্তাহেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটির পোস্টে বলা হয়, ‘উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল–লেপ রেডি করুন! আগামী ৯–১০ নভেম্বরের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে।’

এ সময় দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও আরও কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে দিনে তেমন শীত অনুভূত না হলেও রাতে হালকা ঠান্ডা ভাব থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনেও ৮ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানানো হয়েছে। এই প্রবণতা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তবে পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১৭–১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবারও সাময়িকভাবে বাড়তে পারে।