ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

বিজয়ের সেই মুহূর্তের স্মৃতিচারণ করলেন প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:২৯ পিএম
ছবি প্রেস সচিবের ফেসবুক থেকে নেওয়া।

২০২৪ সালের ৫ আগস্টের বিজয়ের মুহূর্তের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৫ আগস্ট)  সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে স্মৃতিচারণ করেন তিনি।

শফিকুল আলম স্ট্যাটাসে লেখেন, বিজয়ের মুহূর্ত। আমি যখন এএএফপির ঢাকা ব্যুরোতে কাজ করছিলাম এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবরটি ব্রেক করি, তখন আমার পরিবার আমাকে জড়িয়ে ধরতে এসেছিল। আল্লাহ আমাকে সবকিছুই দিয়েছেন! আলহামদুলিল্লাহ!।

স্ট্যাটাসে তিনি বিজয়ের মুহূর্তের ছবিগুলো রয়টার্সের মোহাম্মদ পনির হোসেন তুলেছেন বলে উল্লেখ করেন।