ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জুলাই সনদ ঐতিহাসিক অর্জন হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৪৪ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ’ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক অর্জন হয়ে থাকবে।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে।’

তিনি বলেছেন, ‘মাত্র এক বছরের মধ্যে অর্থনীতির ভয়াবহ ধ্বংসাবশেষ থেকে দেশকে ঘুরে দাঁড় করানো সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছি।’

ড. ইউনূস বলেন, ‘যখন এক বছর আগে আমরা ১৬ বছরব্যাপী একটানা ধ্বংসযজ্ঞ এবং লুটপাটে বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম, তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে আমরা এত দ্রুত অর্থনীতি পুনর্গঠনে সফল হব। কিন্তু আমরা তা পেরেছি। এখন আমাদের লক্ষ্য দ্রুতগতিতে এগিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মযজ্ঞকে সম্পূর্ণ করব।’

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। 

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়।

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।