ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

রাজনৈতিক সৌজন্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শিবির সভাপতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:৫৮ পিএম
মুষলধারে বৃষ্টির মধ্যে ছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরেন শিবির সভাপতি। ছবি- সংগৃহীত

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে মুষলধারে বৃষ্টির সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিজ হাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মাথায় ছাতা ধরে রাজনৈতিক সৌজন্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বৃষ্টির কারণে ছাত্রদলের সভাপতি রাকিব কিছুটা অস্বস্তিতে পড়লে সম্প্রীতির হাত বাড়িয়ে দেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ব্যাপক প্রশংসা করছেন নেটিজেনরা। সেই সঙ্গে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে ঘটনাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ভিন্ন মতাদর্শের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই বিভেদ, বিরোধ বা সংঘর্ষের জন্ম না দেয়। দেশের এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই ঘটনা প্রমাণ করে যে, রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক এবং মানবিকতা এখনও কতটা গুরুত্বপূর্ণ।