শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে।’
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’-এ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারা জীবন আমাদের মনে রাখতে হবে। আমরা তো বটেই, এরপর যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে এই গৌরবময় ইতিহাস।’
পরিদর্শনকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘পার্কের মাঝ বরাবর স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে প্রাথমিকভাবে একমত পোষণ করা হয়েছে। যেহেতু শহীদদের নামে এই পার্ক, তাই এর মাঝখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করাই উপযুক্ত হবে। এ বিষয়ে চিন্তাভাবনা চলছে।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এমন একটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে চাই, যাতে চট্টগ্রামে যেসব শহীদ আত্মদান করেছেন, তাদের স্মৃতি অম্লান থাকে।’
আপনার মতামত লিখুন :