সরকারি দপ্তরে পদবি ও বেতনবৈষম্যকে লাল কার্ড দেখিয়েছেন চাকরিজীবীরা। সরকারি চাকরিতে পদবি ও বেতনবৈষম্য নিরসনের লক্ষ্যে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে লাল কার্ড দেখানো হয়।
আগামী ১২ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে অধিদপ্তর, দপ্তর, সংস্থার কর্মচারীরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে দেশের সব সংশ্লিষ্ট কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী ও সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবি বাস্তবায়নসহ বেতন দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরপর তিনবারের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও বাইরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী ইত্যাদি পদের পদবি এবং বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকার ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালের প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তনসহ দশম গ্রেডে উন্নীত করে।
ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতনবৈষম্যের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্ণিত পদগুলো আপগ্রেড করা হয়েছে, কিন্তু অন্যান্য দপ্তরের বর্ণিত পদবিগুলো পূর্বাবস্থায় রয়ে গেছে। অনতিবিলম্বে এই পদবি বৈষম্যের অবসান চাই।
আপনার মতামত লিখুন :