ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

হাসপাতালের গেট বন্ধ, চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৫৩ পিএম
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট তালাবদ্ধ থাকায় চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট তালাবদ্ধ থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে রনি হোসাইন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

রনি গোলাপগঞ্জ পৌর এলাকার আমুড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত।

স্বজনদের দাবি, শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত রনিকে দ্রুত ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু গেট তালাবদ্ধ থাকায় প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। পরে ক্ষুব্ধ স্বজনরা তালা ভাঙার চেষ্টা করলে একজন কর্মী এসে গেট খুলে দেন। তখন তাকে ভেতরে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদের বিরুদ্ধে নারীঘটিত কয়েকটি অভিযোগের স্ট্যাটাস দেন। এর জের ধরে হামলা হতে পারে। অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা। তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘প্রাথমিক তদন্তে নারীঘটিত বিরোধ থেকে ঘটনাটি ঘটতে পারে বলে জানা গেছে। এখনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’