ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বকেয়া আদায়ে কঠোর বিসিবি, আইনি পদক্ষেপের ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৩:৫৮ পিএম
বিসিবির লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরদের কাছে বকেয়া আদায়ে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দীর্ঘদিন ধরে অর্থ পরিশোধে গড়িমসি করায় এবার আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড। শনিবার অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবি এই সিদ্ধান্তের কথা জানায়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের সাম্প্রতিক আসরগুলোতে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরের টাকা বকেয়া রয়েছে তাদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে।

মিঠু বলেন, ‘আমরা বিপিএলের কয়েক আসরের আর্থিক বকেয়া নিয়ে পর্যালোচনা করেছি। যেসব ফ্র্যাঞ্চাইজি বা স্পনসর বোর্ডের কাছে অর্থ পরিশোধ করেনি তাদের একটি তালিকা করা হয়েছে।’

তিনি আরও নিশ্চিত করেন যে, প্রাপ্য অর্থ আদায়ে বোর্ড এখন আইনি প্রক্রিয়ায় যাচ্ছে।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। এ ছাড়া, যেসব দলের সঙ্গে চুক্তিভঙ্গ সংক্রান্ত সালিশি প্রক্রিয়া চলছিল, সেগুলোও দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।’

এদিকে কিছু ফ্র্যাঞ্চাইজিদের দীর্ঘদিনের অর্থ পরিশোধে গড়িমসি বোর্ডের আর্থিক ক্ষতি করছিল বলে অভিযোগ রয়েছে।