বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৪২ পিএম

ঢাকা সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৪২ পিএম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি- সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি- সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন। ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলমান আলোচনা ও কূটনৈতিক ব্যস্ততার কারণেই এশিয়া সফর আপাতত স্থগিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। সফরে তিনি তার মেয়েকেও সঙ্গে আনবেন বলে জানানো হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক নির্ধারিত ছিল।

মেলোনির সফর বাতিলের বিষয়ে এক কূটনৈতিক কর্মকর্তা জানান, বাংলাদেশ দিয়ে শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম নেতা হিসেবে ইতালি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ব্যস্ততার কারণেই মেলোনি তার এশিয়া সফর বাতিল করেছেন।

এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর প্রদত্ত ক্ষমতাবলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে।

Link copied!