ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

‘বিএসসি-ডিপ্লোমাধারীদের দাবির বিষয়ে আলোচনায় বসছে সরকার’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৫:২২ পিএম
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাইয়ে সরকার আলোচনায় বসছে। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আমরা হয়তো কালকেই বসতে পারি।’

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে দুপুরে প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে উপদেষ্টা রিজওয়ানাও রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

সদস্য হিসেবে রয়েছেন, শিল্প ও গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, আইডিইবি সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন এবং বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।