রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠক হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু করলে আগারগাঁওয়ের ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম জানান, ভবিষ্যতে এই বৈঠক অনুষ্ঠিত হবে কি না তা দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জানানো হবে। পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের বিষয়টি ইতোমধ্যেই জানানো হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
নির্বাচন কমিশন ঘোষিত ২৪টি কর্মপরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করা হবে। এ ছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণ ইত্যাদি বিষয়ও রোডম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া সময়মতো এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন