প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, যোগাযোগে কোনো ব্যাঘাত ঘটলে নির্বাচনের পুরো প্রক্রিয়া ভুল পথে যেতে পারে। তাই দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে। নৈতিকতার দিকে বিশেষ নজর দিতে হবে এবং কোনো অবস্থাতেই আইনবিরুদ্ধ আচরণ করা যাবে না।
সিইসি আরও উল্লেখ করেন, আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নির্বাচনের প্রক্রিয়ায় নতুন ধরনের জটিলতা তৈরি করছে, যা এখনও আমাদের পুরোপুরি জানা নেই। তাই সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।
তিনি নির্বাচনী কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দেন যে, নির্বাচনের কোনো পর্যায়ে সমস্যা বা অনিয়ম দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বপরায়ণভাবে কাজ করলে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, নির্বাচন সফল হলে তার স্বীকৃতিও নির্বাচন কমিশনের, এবং ব্যর্থ হলে দায়ও কমিশনের। তাই সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু করতে হবে।
এদিকে, সিইসি সকল কর্মকর্তাকে সতর্ক করে বলেন, নির্বাচন শুধু কমিশনের দায়িত্ব নয়, সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তারও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্রের স্বার্থে ক্ষতি হতে পারে।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা।