জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শ্রীলংকা ও ভারতের সফরের সময় পাওয়া দামি উপহার তোষাখানায় জমা দিয়েছেন। তিনি বলেন, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে জনপ্রতিনিধিদের সততা ও নির্লোভ থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি।
শ্রীলংকায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজকদের পক্ষ থেকে তাকে একটি ব্র্যান্ডেড হাতঘড়ি দেওয়া হয়েছিল। ঘড়িটি পছন্দ হলেও দেশে ফিরে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে তা তোষাখানায় জমা দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, সম্প্রতি এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান তাকে আইপ্যাড উপহার হিসেবে দেন। যদিও প্রথমে লোভ অনুভূত হয়েছিল, তিনি তা ফেরত দিয়েছেন।
ফাওজুল কবির খান বলেন, কোনো উপহারই গ্রহণ করি না, এমন নয়। বিদেশি মন্ত্রী ও রাষ্ট্রদূতরা যে সুভেনির, বই বা অবাণিজ্যিক পণ্য যেমন চকোলেট নিয়ে আসেন, সেগুলো গ্রহণ করি। বিনিময়ে আমি নিজের লেখা বই উপহার দিই।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। এটা করলে অন্য সব দায়িত্বও সহজ হয়ে যায়। আশা করি, আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ এবং সততার সঙ্গে কাজ করা জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।
এই ধরনের সততা ও নৈতিক দৃষ্টান্ত দেশের রাজনীতিতে প্রয়োজনীয় বার্তা দিচ্ছে যে, ক্ষমতার সঙ্গে প্রলোভন ও ব্যক্তিগত স্বার্থকে মেলাতে না পারলে জনগণের সেবা ও দায়িত্ববোধে উন্নতি সম্ভব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন