সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:৫৩ এএম

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:৫৩ এএম

আইএসপিআরের লোগো। ছবি- সংগৃহীত

আইএসপিআরের লোগো। ছবি- সংগৃহীত

পাঁচ বছর পর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে এই নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এমন পরিস্থিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে আইএসপিআর জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছিল।

ওই পোস্টে সেনাবাহিনী শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে, যাতে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়।

পোস্টে উল্লেখ করা হয়ে, ‘বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই-বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না।’

সতর্ক করে সেনাবাহিনী জানিয়েছে, ‘কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার সাধারণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টামাত্র, যা সার্বিক নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করতে পারে।’

পোস্টে আরও বলা হয়েছে, সেনাবাহিনী আশা করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ স্থাপন করবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনী আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
 

Link copied!