ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

৮ কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন, দায়িত্বে যারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তাদের মতে, সব ভোটার উপস্থিত হলেও এবং প্রত্যেকে গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো বিঘ্ন ছাড়াই ভোট গ্রহণ শেষ করা সম্ভব।

এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

১. কার্জন হল কেন্দ্র

এই কেন্দ্রের আওতায় থাকবে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল। এখানে ভোটার সংখ্যা ৫০৭৭জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন সংশ্লিষ্ট হলে রিটার্নিং কর্মকর্তা থাকবেন যথাক্রমে ড. মো. জসীম উদ্দিন, ড. এস এম মোস্তফা আল মামুন, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান ও ড. মো. আল আমীন সিকদার।

প্রতিটি হলে ৪–৬টি বুথে ৮ থেকে ১২ জন শিক্ষক-কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র

এর আওতায় জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৮৫৩ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। হলে দায়িত্বে থাকবেন ড. শান্টু বড়ুয়া, ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী ও অধ্যাপক ড. নুরুল আমিন।

মোট বুথ থাকবে ১৫টি এবং প্রায় ৩০ জন শিক্ষক-কর্মকর্তা ভোট গ্রহণে যুক্ত থাকবেন।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র

এখানে শুধুমাত্র রোকেয়া হলের ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা ৫৬৬৫ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা। হলে দায়িত্বে থাকবেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম ও রুমানা পারভীন এ্যানি।

১৯টি বুথে মোট ৩৮ জন শিক্ষক-কর্মকর্তা এবং ৬ জন কর্মচারী দায়িত্বে থাকবেন।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র

এখানে ভোট হবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৭৫৫ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর। হলে দায়িত্বে থাকবেন ড. তানিয়া রহমান, ড. রিফআত আরা বেগম, অধ্যাপক ড. মুর্শিদা বেগম ও রোমানা পাপড়ি।

মোট বুথ থাকবে ১৬টি, যেখানে প্রায় ৩২ জন শিক্ষক-কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

৫. সিনেট ভবন কেন্দ্র

এর আওতায় স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল। এখানে ভোটার সংখ্যা ৪৮৩০ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী। হলে দায়িত্বে থাকবেন ড. মিজানুর রহমান, অধ্যাপক শাহ শামীম আহমেদ, ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম ও ড. সাইফুল্লাহ।

বুথ থাকবে ১৬টি এবং প্রায় ৩২ জন শিক্ষক-কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

এই কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্‌দীন হলের ভোট হবে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৬১৫৫ জন। সব থেকে বেশি ভোট এখানে।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। হলে দায়িত্বে থাকবেন ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ, ড. তারেক মাহমুদ, অধ্যাপক ড. মোশারফ হোসেন, ড. আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ, অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ, অধ্যাপক ড. শেখ মো. ইউসুফ, অধ্যাপক আহমেদ বশির ও ড. রাশেদ আলম ভূঁইয়া।

এখানে প্রায় ২০টি বুথে ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র

এই কেন্দ্রে ভোট দেবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। এখানে ভোটার ৪৪৪৩ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। হলে দায়িত্বে থাকবেন অধ্যাপক ড. সোহানা জাহান ও শেখ জিনাত শারমিন।

১৫টি বুথে মোট ৩০ জন শিক্ষক-কর্মকর্তা ও ৪ জন কর্মচারী নিয়োজিত থাকবেন।

৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

শামসুন নাহার হলের ভোট গ্রহণ হবে এখানে। ভোটার সংখ্যা ৪০৯৬ জন।

কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তা: ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম। হলে দায়িত্বে থাকবেন অধ্যাপক ড. নুসরাত ফাতেমা ও সিনিয়র আবাসিক শিক্ষক ইফফাত নূর এশা।

এখানে ১৩টি বুথে মোট ২৬ জন শিক্ষক-কর্মকর্তা ও ৫ জন কর্মচারী ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।