ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চলতি মাসেই চূড়ান্ত হবে নতুন দলের নিবন্ধন 

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:০৯ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলতি সেপ্টেম্বরে চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২২টি নতুন দলের মধ্যে যোগ্যতার ভিত্তিতে নিবন্ধনযোগ্যদের গেজেট প্রকাশ করবে ইসি। এরপর শুরু হবে নির্বাচনী সংলাপ, যা চলবে অক্টোবরজুড়ে।

ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কমিশনের রোডম্যাপ অনুযায়ী ২৩-৩০ সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। এরপর মাসের শেষ সপ্তাহ বা আগামী মাসের শুরু থেকেই হবে সংলাপ, যা এক থেকে দেড় মাসের মধ্যে কয়েক ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে এবং এখন প্রতিবেদন যাচাইবাছাই চলছে। এরপর জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দলের নাম বা নিবন্ধন সংক্রান্ত বিষয়ে কেউ আপত্তি জানালে শুনানি শেষে নিষ্পত্তি করা হবে। সেপ্টেম্বরে এ প্রক্রিয়া শেষ হওয়ার পর গেজেট প্রকাশ করা হবে। বর্তমানে দেশে নিবন্ধিত দল রয়েছে ৫০টি।

ইসির পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরজুড়ে সংলাপ চলবে। এতে অংশ নেবেন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দলগুলোকে সূচির ৭-১০ দিন আগে চিঠি পাঠানো হবে। সেখানে প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামত দেওয়ার অনুরোধ জানানো হবে।

সংলাপে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন ও পুলিশের রদবদল, ইসির ভূমিকা ও কর্তৃত্বসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি কমিশনের নিজস্ব প্রস্তাবও আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। এরই মধ্যে ইসি নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘রোডম্যাপে যে সময় নির্ধারিত আছে, সে অনুযায়ী এ মাসের শেষ দিকে সংলাপ শুরু হবে। দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।’

তিনি আরও জানান, নতুন দলের নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তদন্ত প্রতিবেদন যাচাই চলছে, প্রয়োজনে পুনঃতদন্তের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার বিদেশ সফরে রয়েছেন। তিনি ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।