স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো ধরনের শঙ্কা নেই। সারা দেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে।তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরে রেখেছে এবং কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে। এবারের পূজায় মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০ হাজার পুলিশ, এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন