মানিকগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম দিনে ৭৪ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এদিন সাতটি উপজেলার মোট ১৫ হাজার ৪৪১ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। প্রথম দিনে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৯৩৬ জন।
রোববার (১২ অক্টোবর) টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইশিতা ফারহা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের নির্দেশ দেন টিকা নেওয়ার পর জ্বর হলে তা অভিভাবকদের জানাতে এবং অভিভাবকরা যেন প্রশাসনকে জানান।
সিভিল সার্জন জানিয়েছেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা এই টিকা পাবেন এবং আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে, এরপর ১ থেকে ১৩ নভেম্বর স্থায়ী টিকাদান কেন্দ্রে কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, একবার এই টিকা নিলে ৫ থেকে ৭ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষা পাওয়া যাবে।
মানিকগঞ্জে মোট ৪ লাখ ৪৯০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, জেলার এক হাজার ৭০৬টি বিদ্যালয়সহ মোট তিন হাজার ৩০৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন