বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জিয়া পরিবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে ২১ দফা ঘোষণা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দীর্ঘদিন কারাবন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু কখনো আপস করেননি।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন। নিজের ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি, এটাই তার ত্যাগের প্রমাণ। বিদেশে থেকেও তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।’
৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে কফিল আহমেদ বলেন, ‘৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্র কাঠামোর পূর্ণ রূপরেখা। সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন উত্তরখান থানা জিয়া পরিষদের সভাপতি শেখ আমিরুল ইসলাম বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল ওহীদ খান বেপারী, ৪৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল মেম্বার, থানা বিএনপির সাবেক সহসভাপতি হীরা মেম্বার, বিএনপি নেতা মাস্টার সিরাজুল ইসলাম, উত্তরখান থানা বিএনপির নেতা মাস্টার আমান, কৃষক দলের সাবেক সহসভাপতি লোকমান সরকার প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন