ভারতের ত্রিপুরায় ১৫ অক্টোবর তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের এক গুরুতর লঙ্ঘন।
এতে বলা হয়েছে, ‘এই নিন্দনীয় ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যাবশ্যক।’
বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে, সে যে সীমান্তের যেদিকেই অবস্থান করুক না কেন। এ ছাড়া এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।