ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০০ পিএম
ঐকমত্য কমিশন। ছবি- সংগৃহীত

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

এর আগে এদিন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

এ সময় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের অগ্রাধিকারভিত্তিক সুপারিশ ও রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ও সুশাসন বাস্তবায়নে এ সনদ দেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, সংস্কারের মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এই লক্ষ্যেই সরকার সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমনসংক্রান্ত কাঠামোগত সংস্কারের জন্য ছয়টি পৃথক কমিশন গঠন করে।

পরবর্তীতে এসব কমিশনের দেওয়া সুপারিশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা ও বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনটি দেশের ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে সংবিধানসহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ নিয়ে প্রণয়ন করে ‘জুলাই জাতীয় সনদ’।

এই জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। সনদটি দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো ও সুশাসন প্রতিষ্ঠার রোডম্যাপ হিসেবে বিবেচিত হচ্ছে।